English

28.9 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন ভবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

- Advertisements -

দীর্ঘ চার বছর পর আবারো পুরনো জায়গায় ফিরেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এর আগে এ কার্যালয়ের কার্যক্রম চলে হালিশহর ছোটপুলের জেলা পুলিশ লাইন্সে। ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নগরের ২ নম্বর গেইট এলাকায় ‘জেলা পুলিশ সুপারের কার্যালয়’ উদ্বোধন করেন। পুরনো জরাজীর্ণ ভবন ভেঙে ২০১৭ সালে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ।

চার তলার এই ভবন নির্মাণে মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া হয় ৯ কোটি ১৭ লাখ টাকা। ছয় তলা ভবনের প্রস্তাবনা দিলেও গণপূর্ত বিভাগ চার তলার অনুমোদন দেয়। বাকি দুই তলা প্রয়োজন হলে নতুন করে বরাদ্দ সাপেক্ষে করা হবে বলে জানায় গণপূর্ত বিভাগ। উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, মো. মোছলেম উদ্দিন আহমদ এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ড. আবু রেজা নদভি এমপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, প্রধানমন্ত্রঅর বিশেষ সহকারী বিফ্লব বড়ুয়া, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, সিডিএ চেয়ারম্যান মো. জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মো. মাহাবুবুল আলম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qn01
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন