English

27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্ণফুলি স্টুডেন্ট’স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

- Advertisements -

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত কর্ণফুলি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্ণফুলি স্টুডেন্ট’স এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মিলন মেলা।

শুক্রবার কর্ণফুলি উপজেলার চরপাথরঘাটা আজিম পাড়া এলাকায় হল টোয়েন্টিওয়ানে ছিলো এই আয়োজন। যেখানে আনন্দঘন মুহুর্তে মিলিত হন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন এম হাকিম আলী। এসময় তিনি এসোসিয়েশনের দায়িত্বরতদের আহ্বান জানান, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এগিয়ে আসার পাশাপাশি সর্বদা সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার। বদ্ধপরিকর হতে সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করার।

এসোসিয়েশনের সভাপতি হাসান মারুফ ফাহিম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুফতি মুহাম্মদ নুর হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ছালেহ জহুর, পেপসিকো ট্রান্সকম বেভারেজ লিমিটেডের সহকারী ম্যানেজার মোঃ সাহাবুদ্দিন, রুপালি ব্যাংক লিমিটেডের কর্মকর্তা খালেদ মো: সাইফুদ্দীন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা কামরুল ইসলাম পাবেল, ফেনী ছাগলনাইয়া থানার সাব ইন্সপেক্টর সোহরাব সাকিব, এডভোকেট হালিম সহ বিশিষ্টজনেরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6g60
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন