English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
- Advertisement -

চাঁদপুরে চক্ষু চিকিৎসা শিবির এর উদ্বোধন

- Advertisements -

চাঁদপুর সদর উপজেলার বাগাদি নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৭ ডিসেম্বর  সকাল ৯টায় চাঁদপুরজমিন টাওয়ারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম কাসেমী । অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ খাইরুল কবির  বক্তব্যে বলেন, রোগ থেকে বাঁচতে হলে ভেজাল খাবার থেকে দূরে থাকতে হবে , ভেজাল খাবার খেতে খেতে আজ প্রত্যেক ঘরে ঘরে ডায়াবেটিস রোগী সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। আজ শতশত রোগী এখানে দেখে মনে হচ্ছে কিভাবে রোগ মানুষকে আক্রান্ত করছে। অতএব রোগ থেকে বাঁচতে হলে নিজে সচেতন হতে হবে, রোগ হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমরা নিজেরা পরিশ্রম করি না। তাই রোগ আমাদেরকে আরো বেশি আক্রান্ত করছে, তাই পরিশ্রম করতে হবে।

তিনি বলেন, অসুস্থতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আবার আল্লাহই আমাদেরকে সুস্থ করবেন, তাই উপরোক্ত কথাগুলি মেনে চললে ইনশাল্লাহ আমরা রোগ থেকে বাঁচতে পারব। রোকনুজ্জামান রোকন সাহেব যে চিকিৎসা সেবার আয়োজন করেছেন সত্যিই একটি ভালো উদ্যোগ এবং মহতি উদ্যোগ। ঠিক এই ধরনের উদ্যোগ নিলেই আমাদের সমাজ আলোকিত হবে। তাই এই ধরনের কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত আন্দোলনের চাঁদপুর জেলা শাখার নায়েবে আবির হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম কাসেমী বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এরকম একটি মানবিক অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়ার জন্য।  রোকনুজ্জামান রোকন ভাই যে মানুষের কল্যাণে এভাবে কাজ করেন তা  আমি ৪০ বছর আগের থেকেই জানি । আমি তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। এখানে  আজকে যে হাজার এর বেশি  রোগী এসেছে চিকিৎসা নেওয়ার জন্য আমি দেখে খুব খুশি হলাম । চাঁদপুরজমিন হাসপাতালের  ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এটা  প্রশংসার দাবিদার। আজ চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চক্ষু শিবির অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্যমনে করছি। চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান অধ্যক্ষ আমি রোকনুজ্জামান ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি যেন মানুষের সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রাখতে পারেন।

হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজী লোকমান পাবলিক স্কুলের ভাইস প্রিন্সিপাল ইয়াসমিন আক্তার, সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শেখ, কুমিল্লা অন্ধ কল্যান সমিতির দেলওয়ার হোসেন। মাওলানা দেলোয়ার আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি  হাফেজ মাওলানা মনিরুল ইসলাম কাসিমী।

আলোচনা সভা শেষে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হয়। পরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার ৪ জন চিকিৎসক প্রায়   এক হাজার  রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  দৈনিক চাঁদপুর জমিন পত্রিকায় যুগ্ম সম্পাদক মোহাম্মদ খোরশেদ আহমেদ, সাবেক মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান মনির, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মনজুরুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের তথ্য ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি ইমাম হাসান,  সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদ মোল্লা ,মিম আক্তার, দিলরুবা আক্তারসহ অনেকে। অনুষ্ঠান শেষে প্রায় ১৮০ জন রোগীকে অপারেশনের জন্য কুমিল্লা নিয়ে যাওয়া হয়। এবং প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা দিয়ে ঔষধ দিয়ে দেওয়া হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mih2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন