জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে রেডক্রিসেন্ট সিনিয়র আরসিওয়াই ফোরামের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা বিএনপির সভাপতির বাসায় অভিষেক কমিটির চেয়ারম্যান সাংবাদিক রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি কে ও অভিষেক অনুষ্ঠান এবং সংগঠন সম্পর্কে অবহিত করেন। পরে জেলা বিএনপির সভাপতি নবনির্বাচিতদের অভিনন্দন জানান। তিনি সংগঠনের কার্যক্রমে প্রশংসা করেন এবং আগামী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা আক্তারুজ্জামান খোকা,উপদেষ্টা খোরশেদ আলম কাঞ্চন , উপদেষ্টা ওমর ফারুক ,সভাপতি ফখরুদ্দিন আহমেদ ,সহসভাপতি খোরশেদ আলম খান,সাধারণ সম্পাদক মো: রিয়াজুর রহমান রানা,সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম,প্রচার সম্পাদক লুৎফুর রহমান রিপন , সহ প্রচার সম্পাদক ফখরুল ইসলাম টিটু, নির্বাহী সদস্য শেখ মহিউদ্দিন রাসেল,মো : শামীম হোসেন ,মানিক সাহা,ইসমাইল খান শুভ ও মো: ওমর ফারুক প্রমুখ।