English

30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

নির্বাচনে কারচুপির চেষ্টা হলে, আত্মহত্যা করবনে সোনাগাজীর আরফিন চেয়ারম্যান

- Advertisements -

নির্বাচনে কারচুপির চেষ্টা হলে প্রতিবাদ হিসেবে আত্মহত্যার ঘোষনা দিলেন ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আরেফিন। শুক্রবার বিকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি সোনাগাজী সদর ইউনিয়ন এর টানা দুইবারের চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দীর্ঘদিন দলের তৃনমুলে কাজ করেছি। ছাত্রলীগ, যুবলীগ ও আ,লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করি। যার ফলে দুবার দলের নেতাকর্মীদের সহযোগীতায় জনরায়ে চেয়ারম্যান হয়েছি। এবার মনোনয়ন হয়েছে। আমি বিপুল পরিমান টাকার কাছে হেরে গিয়েছি।

এর আগে তিনি হাইব্রিড এক নারীকে মনোনয়ন দেয়ায় স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সোনাগাজী সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে । চেয়ারম্যান পদে শামসুল আরেফিন (ঘোড়া) ও নৌকা প্রতিকে উম্মে রুমাসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

ফেনী জেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক ও জেলা মনোনয়ন বোর্ডের সদস্য সচিব জানান তার অভিযোগ সঠিক নয়। আমরা তৃনমূলের মাধ্যমে প্রার্থী বাচাই করা হয়েছে। তিনি আবেগ সৃষ্টি করে মানুষের বিভ্রান্তি সৃষ্টি করছেন। তার আসলেই এলাকায় জনবল নেই বলে আবোলতাবোল বকছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n6kb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন