সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া বিস্ফোরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে বিকট শব্দে একটি গ্যারেজে বিস্ফোরণের পরপর এক তরুণকে উড়ে কয়েক হাত দূরে গিয়ে পড়তে দেখা গেছে। এতে ঘটনাস্থলেই মো. ফাহাদ (২০) নামের ওই তরুণের মৃত্যু হয়।
জানা গেছে, ঘটনাটি গত ৪ জুলাইয়ের। ওইদিন চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের নিমতলা এলাকার ‘পারভেজ মোটর ওয়ার্কশপ’ নামের একটি গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে অন্যদিনের মতোই গ্যারেজকর্মী ফাহাদ কাজ কাজে ব্যস্ত ছিলেন। যন্ত্রের সাহায্য লরির চাকায় হাওয়া দিতে দেখা যায় তাকে। পাশেই একটি লরি দাঁড়ানো ছিল। একপর্যায়ে চাকা থেকে যন্ত্রের সংযোগ পাইপ খোলামাত্রই বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে উঠে চারপাশ।
ওই সময় বিস্ফোরণে মুহূর্তেই চাকাসহ অন্তত ৫ ফুট উঁচুতে উড়ে গিয়ে কয়েক হাত দূরে পড়েন ফাহাদ। একই সময় আতঙ্কে গ্যারেজের অন্য কর্মীরা ঘটনাস্থল থেকে দূরে সরে যান। পরে ঘটনার এক মিনিট পর এক যুবক এসে ফাহাদকে খুঁজতে থাকেন। একপর্যায়ে অন্য চারজন এসে ফাহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
নিহত ফাহাদ নোয়াখালীর সুধারাম থানার কাশীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে বিস্ফোরণের সিসিটিভি ক্যামেরার এই ফুটেজটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। বিস্ফোরণে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন, বিকট শব্দে ওই বিস্ফোরণের ঘটনার পর ফাহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। ওই সময় চিকিৎসক জানায়, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।