বাড়ির উঠানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মোহাম্মদ রাফি (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থী একই এলাকার সাহেব বানু বাড়ির মনু মিয়ার ছেলে ও হাফেজখানা মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
নিহত রাফির মামা মোহাম্মদ আবছার জানান, রাতে বৃষ্টি ও বাতাসের প্রভাবে বাড়ির উঠানে বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে পড়ে খুঁটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে বাড়ির লোকজনকে জানালে সবাই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে আসে। এ সময় নিহত রাফি বাড়ির উঠানে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তখন উঠানে বৃষ্টির পানি জমে থাকায় এবং বৈদ্যুতিক তারে বিদ্যুৎ থাকা অবস্থায় বিপজ্জনক পরিস্থিতির কারণে তাকে ১ ঘণ্টা ধরে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বৈদ্যুতিক লাইন বন্ধ করে তাকে উদ্ধার করা হয়। ততক্ষণে তার শরীরের বিভিন্ন স্থানে পুড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বলেন, গহিরা গ্রাম বঙ্গোপসাগরের পাশে হওয়ায় ঝড় ও বাতাসে এ এলাকায় বেশি প্রভাব পড়ে। তাই উপকূলীয় এলাকার জন্য পল্লী বিদ্যুতের আলাদা জরুরি বিভাগ চালু করা প্রয়োজন। যদি জরুরি বিভাগের মাধ্যমে সঙ্গে সঙ্গে যোগাযোগ করে বৈদ্যুতিক লাইন বন্ধ করা যেতো, তাহলে হয়তো রাফিকে বাঁচানো সম্ভব হতো।
জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোরশেদুল আলম, ইমার্জেন্সি যোগাযোগের জন্য পল্লী বিদ্যুতের কোনো হটলাইন নাম্বার নেই। প্রয়োজনীয় যোগাযোগের জন্য অভিযোগ কেন্দ্রের নাম্বার রয়েছে।