খাগড়াছড়ির রামগড় উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও শ্বশুরের ওপর অভিমান করে নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন মো. মিজান নামের এক যুবক।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিজান ওই এলাকার মৃত আবদুল মান্নান চকিদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে তিন বছর আগে স্ত্রীকে তার বাবার বাড়িতে যাওয়াসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতে বলেন মো. মিজান। কিন্তু শনিবার মেয়ে ও নাতি-নাতনিদের দেখতে জামাতার বাড়িতে আসেন শ্বশুর। এতেই ক্ষুব্ধ হয়ে সবাইকে ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেন মিজান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মো. মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ফায়ার সার্ভিস আসার আগেই টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান গণমাধ্যমকে জানান, ঘটনার পর থেকে গৃহকর্তা মো. মিজান পলাতক রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/q1b9
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন