শনিবার কাউখালী আওয়ামী লীগ ও উপজেলা পরিষদ এর উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই কাউখালী উপজেলা শাখা ও ইপসার উদ্যোগে রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসন এমপি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব দীপংকর তালুকদার এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার রাজনৈতিক ব্যক্তিবৃন্দ,প্রসাশনিক ব্যক্তিবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ সকল স্তরের মানুষ।
নিরাপদ সড়ক চাই শাখার এর পক্ষ থেকে স্মারক প্রদান করেন মোঃ আফসার-সভাপতি নিরাপদ সড়ক চাই কাউখালী শাখা, মোঃ মনির হোসেন-সাধারণ সম্পাদক নিরাপদ সড়ক চাই, মোঃ হারুনুর রশিদ- সাংগঠনিক সম্পাদক নিরাপদ সড়ক চাই এবং ইপসার প্রতিনিধি হয়ে শুভেচ্ছা প্রদান করেন জনাব মোঃ শাহজাহান- ম্যানেজার কাউখালী ব্রাঞ্চ, ইপসা ও জনাব জ্ঞানেন্দিয় খৃষা-এসডিও কাউখালী ব্রাঞ্চ, ইপসা।