English

27.1 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
- Advertisement -

চাঁদপুরে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন

- Advertisements -

বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৬ জুলাই সকাল ৯টায় বাগাদী নানুপুর চৌরাস্তার মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে ফিতা কেটে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত আমীর শায়খুল হাদীস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি তার বক্তব্যে বলেন,
সমস্ত মাখলুকের সেবা করাই হলো উত্তম কাজ। কত দামি দামি অঙ্গ আল্লাহ তা’আলা আমাদেরকে দিয়েছেন। সুস্থতা যেমন বড় নেয়মত, অসুস্থতা হলেও তা আল্লাহর বড় নেয়ামত। তাই অসুস্থ হলে কেউ ভেঙ্গে পড়বেন না। কোন অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে আসলে সকাল থেকে রাত পর্যন্ত ৭০ হাজার ফেরেস্তা দোয়া করতে থাকেন। রোগীর সেবা করা হলো নেকি কামানোর সুযোগ। হাফিজ্জী হুজুর দ্বীনি খেদমত করেছেন, অসংখ্য মাদ্রাসা, নামাজের জন্য অসংখ্য মসজিদের ভিত্তি প্রস্তর করছেন, স্বাস্থ্য সেবার জন্য চিকিৎসা কেন্দ্রেও করে গেছেন। আমাদের আলেম ওলামাদের কাজ মানুষের খেদমত করা, সুখে দুঃখে পাশে দাঁড়ানো। আপনারা বিগত দিনে দেখেছেন দেশের ক্লান্তিলগ্নে আলেম ওলামারা কিভাবে খেদমত করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন।

হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত মহাসচিব শায়খুল হাদীস মাওলানা ইউসুফ সাদেক হক্কানী। তিনি তার বক্তব্যে বলেন, মানব কল্যাণ হচ্ছে ধর্ম। এখানে হিন্দু-মুসলীম-বৌদ্ধ কারো কথা বলা হয় নি। পুরো মানব জাতির কথা বলা হয়েছে। হাফেজ্জী হজুর (রঃ) এর সাথে আমি অনেকবার চাঁদপুরে এসেছি। আমরা আপনার এলাকায় সমস্ত কিছু দিতে পারবো না, স্বর্ণ দিয়ে রাস্তা করতে পারবো না, কাউকে দশ-বিশ তলা বাড়ি করে দিতে পারবো না। তবে আমরা চরাঞ্চলে অসহায় দুঃখে কষ্টে থাকা এমন একজনের পাশে বাংলাদেশ খেলাফত আন্দোলন গিয়ে দাঁড়িয়ে অন্তত শান্তানাটা দিতে পারবে। আমরা কারো প্রতিনিধি হতে চাই না, আমরা আল্লাহর প্রতিনিধি হতে চাই। আমরা সকলেই যে যেই কাজ করি না কেন, সকলেই আল্লাহর খলিফা। আল্লাহর আইন ও নীতিকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলের। আপনারা ভাল কাজের জন্য মানুষকে দাওয়াত দিবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার নায়েব আমীর মনোওয়ার হোসেন, পুরাণবাজার খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার পিন্সিপাল আঃ আজিজ, জামিয়া ইয়াহ ইয়া উলুমুল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ তৈয়বুর রহমান, মতলব উত্তরের দারুল আরকাম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ আমীর হামজা, মতলব উত্তরের দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মোঃ ওমর ফারুক, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি চাঁদপুর জেলা শাখার মাও.রফিকুল ইসলাম, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি চাঁদপুরের অর্থ সম্পাদক
মাও. জিল্লুর রহমান, সদর উপজেলার বালিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ আবু বকর শামীম, সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান ও কুমিল্লা অন্ধ কল্যান সমিতির দেলওয়ার হোসেন প্রমূখ।

আলোচনাসভা শেষে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হয়। পরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার ৪ জন চিকিৎসক প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাপশান।। চাঁদপুরে চক্ষু চিকিৎসা শিবিরের ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির আমীর শায়খুল হাদীস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজীসহ অতিথিবৃন্দ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pnf9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন