English

28 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

‘ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না’

- Advertisements -

ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আর দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু।

আজ মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে এসপি এ কথা বলেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি, আমাদেরকে আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হবে। আপনারা যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যদি বহিঃশত্রু থেকে আক্রমণ থেকে মুক্ত রাখতে চাই, তবে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, আপা আর আসবে না।’

চট্টগ্রামের পুলিশ সুপার বলেন, ‘শত্রুরা কিন্তু আবার আসার প্রস্তুতি নিচ্ছে। মনে করতে হবে এটা তাদের সাইবার ওয়ার প্যানেলের একটা অংশ। এটা আপনাদের প্রতিহত করতে হবে। আপনারা আপনাদের ভাইদের কখনো ভুল বুঝবেন না। একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুক্ত হয়েছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wqqb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন