মোয়াজ্জেম হোসেন: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর পাচগাতিয়া ও দক্ষিণ ঘিলাকান্দী গ্রামের স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল বি-২৯ ধান বীজ বিতরণ করেছেন নিসচা কটিয়াদী উপজেলা সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন। রবিবার সকাল গ্রামের বিভিন্ন বয়সী কৃষকদের হাতে এসব বীজ তুলে দেওয়া হয়।
বিতরণকৃত কৃষকদের মধ্যে উল্লেখযোগ্য, মানিক মিয়া (৪৫), পিতা মৃত মাসসুদ্দিন, হীরা মিয়া (৭০), পিতা মৃত হাজী আব্দুর রহিম, আল আমিন (৪০), পিতা মৃত আবু বক্কর সিদ্দিক, ফারুক মিয়া (৩৫), পিতা শওকত আলী এছাড়া আরও ১০ জন কৃষকের মাঝেও বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষিতে উৎপাদন বৃদ্ধি এবং কম খরচে মৌসুমি চাষাবাদে বড় সহায়ক ভূমিকা রাখবে।
