গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ লালু মাঝি নামে এক হাজতির মৃত্যু হয়েছে। লালু মাঝি কক্সবাজারের টেকনাফ থানার হাবিরচর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। আজ রবিবার বিকেলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা যায়, বিকেলে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লালু মাঝি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এনামুল কবির সাংবাদিকদের জানান, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই হাজতি লালু মাঝি মারা গেছেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’ তবে এ ব্যাপারে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েমের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/suke
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন