মোঃ আলাল উদ্দিন: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভৈরব সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী প্রিয়ন্তী রানী পোদ্দার। প্রিয়ন্তী ভৈরব বাজারের একজন ব্যবসায়ী রতন কুমার পোদ্দার বাবার কন্যা ও গৃহিণী সেতু রাণী পোদ্দার মায়ের সন্তান। তাঁর একমাত্র ছোট বোন বর্তমানে উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত। শিক্ষাজীবনের শুরু থেকেই কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন প্রিয়ন্তী।
তিনি ২০১৯ সালে ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেন। পরবর্তীতে ২০২১ সালে রফিকুল ইসলাম মহিলা কলেজ থেকে একই বিভাগে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ–৫ লাভ করেন। এরপর তিনি সরকারি ভৈরব মহিলা কলেজে ইংরেজি বিষয়ে অনার্সে ভর্তি হয়ে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস অর্জন করেন। দ্বিতীয় বর্ষের ফলাফল এখনো প্রকাশিত না হলেও ফার্স্ট ক্লাস পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। বর্তমানে তিনি তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। উল্লেখ্য, অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালেই প্রিয়ন্তী বৃত্তি লাভ করেন।
শিক্ষার পাশাপাশি তিনি আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ছবি আঁকা ও সংগীতচর্চায় নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। “নিরাপদ সড়ক চাই (নিসচা)” আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি জেলা পর্যায়ে একাধিকবার পুরস্কার অর্জন করেছেন। বিভাগীয় পর্যায়ে এটিই তাঁর প্রথম শ্রেষ্ঠত্ব অর্জন। এই সাফল্যে প্রিয়ন্তীর পরিবার, কলেজের শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা অত্যন্ত উচ্ছ্বসিত। পড়াশোনার পাশাপাশি তিনি প্রাইভেট পড়ানো, গান শোনা ও বৃক্ষরোপণের মাধ্যমে সময় কাটান। রবীন্দ্রসংগীত তাঁর বিশেষ প্রিয়—সময় পেলেই নিজে গান করেন ও শোনেন।
পাশাপাশি তিনি নিয়মিত দৈনিক আমাদের সময় পত্রিকা পাঠ করেন। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রিয়ন্তী। তাঁর এই সৃজনশীল ও শিক্ষামূলক কর্মকাণ্ডে বাবা-মা ছাড়াও কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সাইফুল ইসলাম সেকুল, খাদিজা ইয়াসমিন ও অপূর্ব বণিক স্যার নিয়মিত সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে আসছেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tn97
