নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভূমিকম্প অনুভূত হলে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে দ্বীন ইসলামের প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় গোডাউনে থাকা মালামাল পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়াও সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া গ্রামে মোস্তাফিজুর রহমান লিটনের টিনশেড বাড়িতে বড় ধরনের ফাটল ও বিভিন্ন স্থানে বাড়ি-ঘরে ফাটল এবং দেয়াল ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
এদিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় ভূমিকম্পে দেয়াল ভেঙে পড়লে রাকেশ রায় (৩২) নামে এক যুবক এতে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার যাদব রায়ের ছেলে।
এছাড়াও ভূমিকম্প অনুভূত হওয়ার পর উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি মাদ্রাসার ছাত্র মারুফ হোসেন (১৭) দ্বিতীয়তলা থেকে লাফিয়ে নিচে পড়ে আহত হয়। আহত মারুফ মোশারফ হোসেনের ছেলে। মারুফকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও উপজেলার কাঁচপুর শিল্পনগরী এলাকার একটি কারখানা থেকে বের হতে গিয়ে ৮ জন শ্রমিক আহত হয়।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, উপজেলার পিরোজপুর এলাকায় প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
