English

25 C
Dhaka
শুক্রবার, মার্চ ২১, ২০২৫
- Advertisement -

ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস পালিত

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন, ভৈরব প্রতিনিধি: “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ শনিবার ৮ মার্চ দুপুর ১২টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি। অন‍্যান‍্যদের মাঝে আরো বক্তব্য রাখেন ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ লোহানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সপ্না বেগম, উপজেলা মহিলা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তার প্রকল্প কর্মকর্তা নীপা রহমান, প্রমূখ, মারুফ আহমেদ সিয়ামের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকল নারী পুরুষ ও অতিথিদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে একজন শিশু শিক্ষার্থী জাতীয় নারী দিবস বিষয়ক কবিতা আবৃত্তি উপস্থিত সবাইকে আকৃষ্ট করে।

পবিত্র মাহে রমজান থাকায় শুধুমাত্র আলোচনা সভার মাধ্যমে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী, সাংবাদিক ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন