মোঃ আলাল উদ্দিন: কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি তৃণমূল ফারিয়ার আস্থা ও ভরসার প্রতীক জনাব হাবিবুর রহমান হাবিবকে হত্যার হুমকি ও অসৎ উদ্দেশ্যে অপপ্রচারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভৈরব আলশেফা হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব মডেল ফারিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী এইচ. এম. লোকমান হুদা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়ার সদস্য–সচিব মোঃ সুমন মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান, মোঃ আবুবকর ছিদ্দিক, সদস্য ওমর ফারুক, শামীম আহমেদ ও স্বপন আহমেদ। বক্তারা বলেন, কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। তার প্রতি হত্যার হুমকি এবং সামাজিক মাধ্যমে কুৎসা রটানোর নেপথ্যের ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকি মানে পুরো সংগঠনকে হুমকি দেওয়া।” তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
