মোঃ আলাল উদ্দিন: ভৈরবের ঐতিহ্যবাহী সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতন সফলতার সাথে ৫০ বছর অতিবাহিত করেছে। সংগঠনটি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৩০ আগস্ট শনিবার সন্ধ্যায় ভৈরব উপজেলা মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বর্ণিল আয়োজনে বাঙালির অসাম্প্রদায়িক ও মরমী চেতনার প্রাণ পুরুষ লালন সাঁই ও বাংলার লোক মরমি গানের জগতে দার্শনিক কবি হাসন রাজা স্মরণে লালন-হাসন স্বরণোৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক শহীদুজ্জামান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. জাহিদুল হক জাবেদ, সংগঠনের সাধারণ সম্পাদক ও ভৈরব প্রেস ক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান।
সোহেলুর রহমান বলেন, সংগীত নিকেতনকে সুস্থ-শুদ্ধ সংগীত বিকাশে এগিয়ে নেওয়ার জন্য সংগীত নিকেতনের সকল শিল্পী,কর্মকর্তা ও ভৈরবের সংগীতপ্রিয় মানুষের সার্বিক সহযোগিতা দরকার।
শহীদুজ্জামান স্বপন বলেন, বাংলার লোক কবি লালন সাঁই ও হাসন রাজার মরমী ও লোক ধারার কথা যা বাংলাদেশের শিকড়। তিনি আরও বলেন, আগে বাংলাদেশের লোক ধারাকে চেনো তারপর মাইকেল জ্যাকসন কে চেনো। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
এ সময় সংগঠনের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম বলেন, ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের সৃষ্টি লগ্নের ইতিহাস ও বিভিন্ন ব্যক্তির অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওস্তাদ ইসরাইল খান সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য, আব্দুল মতিন, আবুল মোল্লা, সংগঠনের সহ-সভাপতি আলকাছ আল মামুন, আলোচনা সভা শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মরমী কবি লালন ও হাসন রাজার দুটো গানের সমন্বয়ে গীতিনৃত্যের মাধ্যমে গানের পর্ব শুরু হয়।
অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনায় ছিল সকল শিল্পীদের অংশগ্রহণেএকটি সমবেত সংগীত অনুষ্ঠানে
যন্ত্র-শিল্পী ছিলেন, কিবোর্ডে নুর হোসেন,দোতরায় বাউল নয়ন, বাঁশিতে মিজান, তবলায়- কার্তিক বিশ্বাস ও দেবাশিষ রায় পার্থ, অক্টোপ্যাডে- আনোয়ার হোসেন, হারমোনিয়ামে- জ্যোতি মন্ডল, ঢোলে বিশ্বজিৎ দাস।
অনুষ্ঠানটিতে শৃঙ্খলার দায়িত্ব পালন করেন, যুব রেড ক্রিসেন্ট, ভৈরব।