আজ মঙ্গলবার ভৈরব উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সকাল সাড়ে ১১ টায় ভৈরব পৌর এলাকার এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ আগষ্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশিল সমাবেশ ও বিজয় র্যালীর আয়োজন করেন।
এ উপলক্ষ্যে ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও ১২টি ওয়ার্ড থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন,প্লেকার্ড নিয়ে খণ্ড খণ্ড মিছিল যোগে সমাবেশে যোগদান করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ জবর দখল করে ক্ষমতায় পাথরের মতো বসে ছিল।
১৭ বছরে আমরা মানুষের ভোটের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছি। পুলিশের ভয়ে নেতা- কর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। জেল জুলুম অত্যাচার, নির্যাতন, ঘুম খুনের স্বীকার হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র – জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার কে বিদায় করা হয়েছে। এ দেশে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা সকল দল একমত না হলে ফ্যাসিস্টরা আবার মাথা চাড়া দিয়ে দাঁড়াবে।
আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। সমাবেশে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, সাবেক ভিপি সাইফুল হক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান প্রমুখ। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক সমুহে প্রদক্ষিন করে মিছিলটি পৌর শহীদ মিনার চত্বরে এসে শেষ করেন। এছাড়াও ভৈরব জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, গনঅধিকার পরিষদ, ভৈরব উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন আজ ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থানে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন।