English

27.5 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫
- Advertisement -

গণ-অভ্যুত্থান দিবস: গাজীপুর শাহীন ক‍্যাডেট একাডেমি ভৈরব শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: আজ ৫ আগষ্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর শাহীন ক‍্যাডেট একাডেমি ভৈরব শাখার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের সাবেক অধ‍্যক্ষ নাট‍্যকার ও লেখক প্রফেসর মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন‍্যতম সদস‍্য মোঃ আলাল উদ্দিন, ভৈরব প্রেসক্লাবের সাবেক কোষাধ‍্যক্ষ সাংবাদিক মোঃ আব্দুর রউফ ও গাজীপুর শাহীন ক‍্যাডেট একাডেমির পরিচালক সালাউদ্দিন হিমেল।

সংস্কৃতিকর্মী ও মেধাবী শিক্ষক সুমাইয়া হামিদ দিয়ার পরিচালনায় অন‍্যান‍্যদের মাঝে আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী সাউদা হাবিবা ও আসলাম খান। আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে ফ‍্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী ৩৬ জুলাই আজ। একবছর আগে ৫ আগষ্টের এই দিনে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। ছাত্র -জনতার নেতৃত্বে পরিচালিত আন্দোলনে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে দেশ ত‍্যাগ করেন।বক্তারা শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।

গাজীপুর শাহীন ক‍্যাডেট একাডেমি ভৈরব শাখার শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে তাদের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন অতিথিগণ। আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণির ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৪ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অভিভাবক ও বিভিন্ন শিক্ষক -শিক্ষিকা উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r4o7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন