গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০-২১ কার্যমেয়াদের জন্যে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৪ নভেম্বর সকালে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ চিকেন চিলি চাইনিজ রেষ্টুরেন্ট কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার হাজী এ্যাড. মোঃ আতাউর রহমান (আকাশ) এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, গাজীপুর জজ কোর্ট এর অতিরিক্ত জিপি এ্যাড. দেওয়ান আবুল কাশেম। আলোচনায় অংশগ্রহণ করেন গাজীপুর জজ কোর্ট এর এডভোকেট মোঃ লাবীব উদ্দিন, গাজীপুর বাংলাদেশ কৃষি ব্যাংকের মূখ্য আঞ্চলিক কার্যালয়ের মূখ্য কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, জাতীয় কবিতা পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপন এবং ক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার মোঃ ফজলুল হক মুক্তা।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। টেকসই উন্নয়ন ও মানবাধিকার সুনিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য মন্তব্য করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে উন্নয়ন ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। শপথ গ্রহণের পর প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি রোমান শাহ আলম, সাধারণ সম্পাদক এম এ ফরিদ প্রমুখ।
আলোচনা শেষে সকলের সুস্থতা-দীর্ঘায়ু এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qqaj
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন