English

30 C
Dhaka
শনিবার, মে ১০, ২০২৫
- Advertisement -

জুতা পায়ে শহীদ মিনারে আ’লীগ নেতার শ্রদ্ধা: সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা

- Advertisements -

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। আজ রোববার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে তাকে জুতা পায়ে দেখা যায়। একজন জনপ্রতিনিধির এমন কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসনের কর্মসূচিতে বিদ্যালয়টির শহীদ মিনারে আবু বকর সিদ্দিক শ্রদ্ধা জানাতে যান। এ সময় তিনি জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে পুষ্পমাল্য অর্পণ করেন। ওই ঘটনার ছবি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘অজ্ঞাতসারে এমন ভুল হতে পারে। যদি শহীদের প্রতি শ্রদ্ধা না থাকত তাহলে গভীর রাতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যেতাম না। মনের অজান্তে আমার এমন একটি ভুল নিয়ে প্রতিপক্ষ রাজনীতি শুরু করেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর ছয় বা সাত নম্বরে উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলি দেয়। সেসময় অন্ধকার থাকায় বিষয়টি হয়তো আমার দৃষ্টিগোচর হয়নি। পরে সাংবাদিকদের মাধ্যমে আমি বিষয়টি জানতে পারি। তবে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা দুঃখজনক। ভবিষ্যতে উপজেলা প্রশাসন এ বিষয়ে আরও সর্তক থাকবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন