টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো নারী মেয়র নির্বাচিত হয়েছেন সালমা আক্তার শিমুল। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১২ হাজার ৪৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ৯টি ওয়ার্ডে ১০ কেন্দ্রে ২২ হাজার ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হজার ৯০৫ জন ভোটার। শতকরা ভোট পড়েছে ৭১ ভাগ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/d6ye