মোঃ আলাল উদ্দিন: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষিকা, বহুমুখী প্রতিভার অধিকারী সৃজনশীল ব্যক্তিত্ব ও নিরাপদ সড়ক চাই (নিসচা) পরিবারের সাবেক সদস্য মিসেস পারভীন আক্তার।
তার এই গৌরবোজ্জ্বল সাফল্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ, শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীরাও তাঁকে অভিনন্দিত করেছেন।
নিসচা ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মিসেস পারভীন আক্তার দীর্ঘদিন ধরে শিক্ষা ও স্কাউটিং কার্যক্রমে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই অর্জন সংশ্লিষ্ট অঙ্গনে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, তিনি এর আগেও একাধিকবার জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট লিডার এবং শ্রেষ্ঠ ট্রেইনার হিসেবে নির্বাচিত হয়ে তাঁর পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও নিষ্ঠার স্বীকৃতি পেয়েছেন।
