প্রেমের টানে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে নারায়ণগঞ্জে ছুটে এসেছেন তরুণী ফানসিস কা। এরপর বিয়ে করেন বন্দর উপজেলার বিল্লাল হোসেন সাজ্জাদকে।
বর্তমানে তারা বন্দরেই সংসার শুরু করেছেন। বিল্লাল হোসেন সাজ্জাদ জানান, আট বছর আগে তিনি কাজের জন্য দক্ষিণ আফ্রিকা যান।
সম্প্রতি দেশে ফিরেছেন। তাকে চমকে দিতে কিছুদিন পর বাংলাদেশে আসেন খ্রিস্টধর্মাবলম্বী ফানসিস কা। পরে ইসলাম ধর্ম গ্রহণ করলে নাম রাখা হয় ফানসিস কা মণি হোসাইন।
বিল্লাল হোসেন পরিবারের সম্মতিতে ৯ ফেব্রুয়ারি তাকে বিয়ে করেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/65ry