রাজধানীর ফার্মগেট এলাকায় বোমা সদৃশ তিনটি বস্তু পাওয়া গেছে, যা পুলিশ ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ আরিফ নামে এক ব্যক্তি কল করে এ তথ্য জানান।
সংবাদ পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তার জন্য ঘিরে ফেলে। ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটও সেখানে উপস্থিত হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dvp3