English

27.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

বজ্রপাতে পাঁচবিবি ও নবাবগঞ্জে তিনজনের মৃত্যু

- Advertisements -

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সালুয়া বিলে ধান রোপণের সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আরও ৪ জন কৃষক আহত হয়েছেন। নিহতরা হলেন, রতনপুর গ্রামের মৃত বিরাজ মোল্লার ছেলে দুলাল হোসেন মোল্লা (৬০) ও একই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৪৫)।

এলাকাবাসী জানায়, সকাল ৯টার দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া বিলে কৃষকেরা আমন ধানের চারা রোপণের সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় ঐ তারা নলকূপের ঘরে আশ্রয় নিলে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করেন।

এদিকে, ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের পশ্চিম বাহ্রা এলাকায় বজ্রপাতে সাহিদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বাহ্রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহিদা সিরাজগঞ্জ জেলার সেলিমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভারী বর্ষণের সময় বিলের মধ্যে কাজ করছিলো সাহিদা বেগম। এসময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mr7r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন