মোঃ আলাল উদ্দিন: আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভৈরব উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভৈরব কমলপুরস্থ বিএনপি কার্যালয়ে আজ সোমবার সকাল ১০ টায় আলোচনাসভায় সভাপতিত্ব করেন ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মোঃ শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা ও পৌর বিএনপির এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।