মোঃ আলাল উদ্দিন: ভৈরবে উন্মুক্ত জলাশয় ও প্লাবন ভূমিতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । ভৈরব উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার দুপুরে জোয়ানশাহী হাওর ও উপজেলা পরিষদ পুকুরে ৫ শ ১৫ কেজি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক।
এ সময় সাথে ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) এ,এইচ এম আজিমুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, সমবায় কর্মকর্তা রুবাইয়াত বেগম,পাট উন্নয়ন কর্মকর্তা সিহাব উদ্দিন ও শ্রী- নগর ইউনিয়ন চেয়ারম্যান হারুন- অর রশিদ প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন
অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি- এ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের মধ্য দিয়ে আজ জলাশয় , প্লাবন ভূমিতে ৫১৫ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মাছগুলো বড় হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে যত্নবান হওয়ার আহবান জানান। পাশাপাশি মাছে- ভাতে বাঙালী। তাই মাছ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করবে।