মোঃ আলাল উদ্দিন: ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিশু-কিশোরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় পৌরসভার সেমিনার কক্ষে ভৈরব শিল্পকলা একাডেমির আয়োজনে ও দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. আজিমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, শিক্ষাবিদ অধ্যক্ষ শরীফ আহমেদ, ভৈরব প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজ আমিন, সদস্য সচিব সোহেলুর রহমান, ভৈরব রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, বাংলা ভিশন টিভির ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব ব্যবসায়ী মোস্তফা কামাল সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভৈরব উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ফারহানা বেগম লিপি।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের জাতীয় পর্যায়ে পৌঁছাতে দীর্ঘ পরিশ্রম ও সাধনার প্রয়োজন হয়। ভৈরবের শিশু-কিশোররা পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতিতে নিজেদের মেধার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে, যা ভৈরববাসীর জন্য গর্বের বিষয়।
পরে নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতায় গল্প বলায় জাতীয় পর্যায়ে তৃতীয় হওয়ায় নুসরাত তাসনিম, বিভাগীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয় হওয়ায় সামিয়া পাঠান নুহাত এবং আবৃত্তিতে একুশে পদকে ষষ্ঠ হওয়ায় আরশিয়া রহমানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া বিভাগীয় পর্যায়ে ‘ইয়েস কার্ড’ অর্জন করায় দেশাত্মবোধক সংগীতে শ্রুতি আচার্য এবং আবৃত্তিতে সুবহানুল এস আলম, সাদমীন জাহান ও মুক্তাদির রহমানকে পুরস্কৃত করা হয়।
