মোঃ আলাল উদ্দিন: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ নিশ্চিতকরণের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকদের অংশ গ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত সময়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স সড়কে এই কর্মসূচি পালিত হয়। ভৈরব বেসরকারি স্কুল ফোরাম নামে একটি সংগঠন কর্মসূচির আয়োজক। কমর্সসূচিতে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
কর্মসূচি থেকে বলা হয়, বিগত বছরগুলোতে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির বৃৃত্তি কিংবা সমাপনী পরীক্ষায় অংশ নিতে পেরেছে। চলতি বছর বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। এই কারণে বেসরকারি স্কুলে পড়–য়া শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। অথচ দেশের প্রাথমিক স্তরের ৩২শতাংশ শিক্ষার্থী বেসরকারি স্কুলে পড়ছে। বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা সর্বত্র মেধার স্বাক্ষর রাখছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী চাপ কমাচ্ছে। সবচেয়ে দুঃখজনক বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না- এই তথ্যটুকু এতদিন গোপন রাখা হয়। বছরের মধ্যভাগে এসে তথ্যটি সবার সামনে আনা হয়। অথচ এই তথ্যটুকু বছরের শুরু থেকে জানানো হলে বেসরকারি স্কুলে পড়–য়া শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে ভুল বুঝাবুঝি হত না। সবচেয়ে বড় কথা সরকারের এই সিদ্ধান্তে বেসরকারি স্কুলে পড়–য়া লাখো শিক্ষার্থীর মন ভেঙ্গেছে। শিশু শিক্ষা নিয়ে এমন বৈষম্য অতীতের কোনো সরকার করেনি, যা বৈষম্যহীন আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার করেছে। সরকারের মনে রাখা উচিত সরকারি শিশু আর বেসরকারি শিশু ট্যাগ দিয়ে প্রাথমিক শিক্ষার মান প্রত্যাশিত পর্যায়ে নেওয়া সম্ভব হবে না। এতে শিশু শিক্ষার ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে।
কর্মসূচি থেকে দ্রত সময়ের মধ্যে জারি করা আদেশ প্রত্যাহার করে সবার জন্য বৃত্তি পরীক্ষা নিশ্চিতের দাবি জানানো হয়। তা না করা হলে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসবে। বৈষম্যমূলক বৃত্তি পরীক্ষা ঠেকিয়ে দেওয়ার ঘোষণাও আসে কর্মসূচি থেকে।
বক্তব্য দেন, হাজী আসমত কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাসেত, একই কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সাজেদা বাসেত, কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, ভৈরব বেসরকারি স্কুল ফোরামের সদস্য মতিউর রহমান, আসাদুজ্জামান, সুমন মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভৈরব শাখার মুখ্য সংগঠক শরিফুল হক, কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন ভৈরব শাখার সভাপতি মাছুম বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।