English

33 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
- Advertisement -

ভৈরবে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

- Advertisements -
Advertisements

মোঃ আলাল উদ্দিন: আজ ২৬ নভেম্বর রবিবার ভৈরবে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উদযাপনের লক্ষ্যে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত দুটি সভায় সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

উপজেলা সম্মেলন কক্ষে সভায় অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম,ভৈরব উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা তালাওয়াত হোসেন বাবলা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কিশোর কুমার ধর, র‍্যাব ১৪ ভৈরব ক‍্যাম্পের ওয়ারেন্ট অফিসার ইকবাল আহমেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকন্ঠের নির্বাহী সম্পাদক মোঃ আলাল উদ্দিন, ভৈরব ব‍্যাংকার এসোসিয়েশন অব ভৈরবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর মোঃ মোশাররফ হোসেন মিন্টু, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন,উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা, রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক কাজী মোঃ শরীয়াতুল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সপ্না বেগম, বীরমুক্তিযোদ্ধা,উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, শিল্পী, ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisements

সভায় সর্বসম্মতিক্রমে প্রতিবারের ন‍্যায় এবারো যথাযোগ্য মর্যাদায় ও জাঁকজমকপূর্ণভাবে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের জন‍্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এর মধ্যে ১৪ ডিসেম্বর বিকেল ৪ টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে ভৈরব পানাউল্লারচর শহীদের গণকবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ‍দের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও বাদ মাগরিব উপজেলা পরিষদ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ভোর ৬•৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ‍্যমে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় ভৈরবে মুক্তিযুদ্ধে বীর শহীদের পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন ও সকাল ৯টায় ভৈরব স্টেডিয়ামে কুচকাওয়াজ ডিসপ্লে প‍্যারেড ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানাবি কর্মসূচি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন