মোঃ আলাল উদ্দিন: শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে ভৈরবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকালে ভৈরব উপজেলা মিলনায়তনে ভৈরব ফাইন আর্টস স্কুলের আয়োজনে “আমাদের শিল্পাচার্য” শিরোনামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব ফাইন আর্টস স্কুলের পরিচালক ও সৃজনশীল ব্যক্তিত্ব মোঃ নুর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট মেকিং বিভাগের শিক্ষার্থী আইমান নূসরাত এবং বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির লাইফ মেম্বার মোঃ আহসান উল্লাহ।
প্রতিযোগিতায় ভৈরব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। চারটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতা থেকে সেরা ২০ জন প্রতিযোগীর হাতে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভৈরব আইডিয়াল স্কুলের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিসেস শারমিন আক্তার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন, কর্ম ও শিল্পভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে ভৈরবের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে শিল্পী মোঃ নুর হোসেন ও ভৈরব ফাইন আর্টস স্কুলের সৃজনশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, ভৈরব শাখার একদল সুসজ্জিত স্বেচ্ছাসেবক দল।
