মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুবদিবস ২০২০ পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুবদিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.সামিউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আদিবুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আতিকুল রহমান।
যুবদিবসে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান।
সভায় আরো আলোচনা করেন জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, জেলা ক্রীড়া অফিসার খাতিজা পারভীন, মুন্সীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, ক্রীড়া সংগঠক মো. আয়নাল হক স্বপন ও সংগঠক নাসিমা আক্তার প্রমূখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন