রাজধানীর হাতিপুল এলাকার একটি মাঠে ফুটবল খেলতে গিয়ে বুকে বলের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম তারেক(১৭) পেশায় সে কাপড়ের দোকানের সেলসম্যান।
অচেতন অবস্থায় স্বজনরা রোববার (৪ অক্টোবর) রাত সোয়া ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই রিয়াজ জানান রোববার সকালে হাতিরপুল এলাকার একটি মাঠের সকালে ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সে সুস্থ হয়ে বাসায় ফিরে যায়। পরে সন্ধ্যায় অস্থির অস্থির ও বুকে ব্যথা অনুভব করলে রাতে ঢামেকে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত তারেক কিশোরগঞ্জ জেলা নিকলী উপজেলার বানিয়া হাটি গ্রামের মৃত ইয়াসিনের ছেলে। বর্তমান কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5zc0
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন