মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদ উর্ত্তিন ঔষধ রাখার দায়ে ১ জনকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ১১ মার্চ বিকেল ৫ টায় টঙ্গীবাড়ির উপজেলার আড়িয়ল বাজারের মেয়াদ উর্ত্তিন ঔষধ রাখার দায়ে মিলটন ড্রাগস এর মোঃ মিলটন ইসলাম(২৬), পিতাঃ মোঃ সাইদুল ইসলাম কে ড্রাগ আইন ১৯৪০ এর ২৭ ধারা মোতাবেক আট হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন।
সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, মুন্সীগঞ্জ সহকারী পরিচালক মাহবুব হোসেন, সাথে ছিলেন নিরাপদ চিকিৎসা চাই মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ মনির হোসেন।