গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৩২ জনে।
রবিবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন করে করোনা আক্রান্ত ১০ জনের মধ্যে গাজীপুর সদরে ৮ জন, কালিয়াকৈরের ২ জন বাসিন্দা রয়েছেন।
এছাড়াও এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৩৭ জন। আর মারা গেছেন ৯২ জন। সর্বশেষ ৫২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ জনের।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/k0bw