মোঃ আলাল উদ্দিন: ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে ভৈরব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৯ জন কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী থেকে অবসর গ্রহন করায় আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধিত করা হয়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশোর কুমার ধরের সভাপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী মোঃ শাহীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মোঃ সাইফুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার থেসেন সুজন, মেডিকেল অফিসার ডাঃ উম্মে হাবিবা জুঁই। মেডিকেল অফিসার ডাঃ শারমিন আক্তারের সঞ্চালনায় অন্যানদের মাঝে আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন ভৈরব এর সভাপতি মোঃ হুমায়ূন রশীদ, ভৈরব উপজেলা কমিউনিটি ক্লিনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ উছমান গনি, স্বাস্থ্য সহকারী আব্দুল জলিল’, নোমান হোসেন।
অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রাক্তন স্বাস্থ্য সহকারী মোঃ সামছুল হক, মুর্শিদ উদ্দিন ভূইয়া, সাবেক স্বাস্থ্য পরিদর্শক, মোঃ সাইফুল ইসলাম, সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামীম আহমেদ, সাবেক হিসাবরক্ষক মোঃ আলী নোয়াজ খান, সাবেক ক্যাশিয়ার মুর্শিদুজ্জামান, সাবেক জুনিয়র মেকানিক আব্দুর রহমান ও আব্দুস সাত্তার।
অনুষ্ঠানের শুরুতেই অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অতিথিগণ ফুলেল শুভেচ্ছা জানান। অলোচনাসভা শেষে অবসরপ্রাপ্ত ৯ জন কর্মকর্তা কর্মচারীদের ক্রেস্ট ও মুল্যবান উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে ভৈরব উপজেলায় কমতে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার , স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য সহকারী নার্স,ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী এলকার বিএনপির নেতৃবৃন্দ ও বিদায়ী সংবর্ধিতদের আত্মীয়স্বজন।সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে অবসর গ্রহনকারী ব্যক্তিদের দীর্ঘ কর্মজীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এবং তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়। এ ছাড়াও বক্তাগণ তাদের পেশাগত জীবনের উল্লেখযোগ্য বেশ কিছু অবদান তুলে ধরেন।