গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যুবলীগ নেতার ফার্ম থেকে ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাসক এলাকার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের একটি পরিত্যক্ত গরুর ফার্মে থেকে এসব মাংস উদ্ধার করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে জাহাঙ্গীরের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি গরুর ফার্মে ঘোড়া ব্যবসায়ী আনিসুর রহমান ও তার সহযোগীরা কয়েকটি ঘোড়া নিয়ে জড়ো হয়। সেখানে তারা পরিকল্পিতভাবে ঘোড়াগুলো জবাই করে মাংস বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল।
এলাকাবাসী সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে কাপাসিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জুবায়ের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আনিসুর রহমান ও তার সহযোগীরা পালিয়ে যায়। অভিযানে ঘটনাস্থল থেকে ৮টি জবাই করা ঘোড়া এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মোট ১৯টি ঘোড়া জবাইয়ের পরিকল্পনা ছিল। পুলিশের হস্তক্ষেপে অবশিষ্ট ঘোড়াগুলো রক্ষা পায়।
এ ঘটনায় মাসক গ্রামসহ পুরো কাপাসিয়া উপজেলাজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, একটি সংঘবদ্ধ অসাধু চক্র সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে বা অজ্ঞাতসারে ঘোড়ার মাংস বাজারে সরবরাহের চেষ্টা চালাচ্ছিল।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
