রাজধানীর ডেমরায় কোনাপাড়া মাদ্রাসা রোডের পাশা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ১০ তলা ওই ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। ভবনটিতে লাইট ও ফ্যান তৈরির কারখানা ছিল।
ডিউটি অফিসার লিমা খানম জানান, পাশা টাওয়ার নামের ১০ তলা ওই ভবনের ছয় তলার লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্র ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন