English

27 C
Dhaka
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
- Advertisement -

সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

- Advertisements -

এম জামাল হোসেন মন্ডল: রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সুপার মার্কেট সংলগ্ন মুন্সীগঞ্জ প্রেসক্লাব এর প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম মোল্লার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি গুলজার হোসেন, এনটিভির স্টাফ রিপোর্টার মাইনুদ্দিন সুমন, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এম জামাল হোসেন মন্ডল, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন জনি, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন,মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সভাপতি, কোষাধ্যক্ষ রাজ মল্লিক,কার্যকরী সদস্য শেখ আছলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সেলিম, আজকের সংবাদের তোফাজ্জল হোসেন শিহাব, বাংলাদেশ সমাচারের লিটন মাহমুদ, বাংলা টিভির রোবেল মাদবর,, আবুল কালাম সহ অন্যান্যরা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, একজন সংবাদকর্মীর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

এসময় বক্তারা আসামিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i844
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন