English

16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

ইতালিতে প্রবাসীদের সেবায় উনাস’র শুভ উদ্বোধন

- Advertisements -

ইসমাইল হোসেন স্বপন, ইতালি: ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভাষাগত ও আইনগত জটিলতা নিরসনে যাত্রা শুরু করেছে উনাস (ইউনিয়ন ন্যাশনাল সার্ভিস)।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ইতালির ভিছেন্সা শহরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উনাস’র প্রথম শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভাষা সহায়তা, আইনসংক্রান্ত পরামর্শ, দালিলিক কাজসহ বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার আব্দুল্লাহ আল কাফি (রিপন), কামরুল ইসলাম বর্ষণ, সুমাইয়া আক্তার ও রাজিব আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির পাশাপাশি স্থানীয় ইতালিয়ান নাগরিকরাও উপস্থিত ছিলেন।

ইতালিতে প্রায় আড়াই লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী বসবাস করলেও ইতালিয়ান ভাষা ও প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতার কারণে অনেকেই সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন। এই বাস্তবতা থেকেই প্রবাসীদের পাশে দাঁড়াতে উনাস তাদের কার্যক্রম শুরু করেছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতে ইতালির বিভিন্ন শহরে উনাস’র শাখা সম্প্রসারণের মাধ্যমে প্রবাসীদের আরও সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/chsz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন