নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী বংশোদ্ভুত সায়েম শাহরীয়ার অন্তু (২৪)-এর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) যুক্তরাষ্ট্র শাখা। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ অন্তুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ২৯শে সেপ্টেম্বর মঙ্গলবার অন্তু মা-বাবার সাথে বাজার করে বাসায় ফেরার পথে গাড়ী ড্রাইভ করতে না দেয়ায় অভিমান করে মহাসড়কে হেটেই রওনা দেয় অজানার উদ্দেশ্যে। ফলে আকস্মিকভাবে গাড়ী চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার পক্ষে শোক বিবৃতিতে স্বাক্ষর করেছেন আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপন, সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া, উপদেষ্টা মণ্ডলীর সদস্য যথাক্রমে এ বি এম ওসমান গনি, মোহাম্মদ ফকরুল আলম, শাহ্ নেওয়াজ, ডাঃ আব্দুল লতিফ, মোহাম্মদ মনির হোসেন, এ টি এম কামাল পাসাহ, ওমর ফারুক খসরু, মোহাম্মদ আলী, যুগ্ম আনোয়ার হোসেন, আহ্বায়ক খোন্দকার রেজাউল করিম, সদস্য যথাক্রমে আহনাফ আলম, এ্যাডঃ আবুল কালাম আজাদ, মির্জা সাইফুল ইসলাম, কামরুন নাহার ডলি, আদান ইসলাম, শাহিনুর আলম, সাইদুল আজম শোহন, আব্দুল গাফফার বাবু, হাসিনা বিনতে শিমু, শোভন রায় চৌধুরী, মুস্তাফিজুর রহমান লিটন, রওশন বেগম সোনিয়া, মোহাম্মদ আলম মিয়াঁ, ইলিয়াস আলী, সামিউল হাসান ।
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী বংশোদ্ভুত অন্তুর মৃত্যু: নিসচা যুক্তরাষ্ট্র শাখার শোক প্রকাশ
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন