নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
নব নির্বাচিত কমিটিতে সভাপতি নেপালের মোঃ ইয়াসিন খান, নির্বাহী সভাপতি নেপালের মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি কবি হাসনাইন সাজ্জাদী, কবি লোকমান হোসেন পলা,কবি মাহমুদুল হাসান রানা,প্রদীপ চন্দ্র দে বাবু, ইয়াসীর আরাফাত মিলন, সাধারণ সম্পাদক সালাম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক এস এম নাসির, সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান,অর্থ সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল,মহিলা ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন আনোয়ারা বেগম নীপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন জহিরুল হক বশির, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, প্রচার সম্পাদক আর কে রিপন, দপ্তর সম্পাদক সানোয়ার খান, নির্বাহী সদস্য-প্রকৌশলী অর্ক হাসান, কাজী ফারুক বাবুল, অশোক ধর,রায়হান সুলতানা নিহা, সুমী শবনম,শাহাদাত হোসেন দুলাল, রায়হান পারভেজ, সুলতানা ইলা ইশরাত, নূপুর আহমেদ, ইসলাম শেখ,আবু সাঈদ কাদেরী,শাকিল হোসেন, প্রকৌশলী অর্ক হাসান।
নব নির্বাচিত কমিটির অভিষেক আগামী ১৪ ডিসেম্বর নেপালের কাঠমুন্ডু থামেল ইয়াসিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
