English

31 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

পোল্যান্ডে জমকালো আয়োজনে ট্রাব ইউরোপ শাখার অভিষেক

- Advertisements -

হাফিজ রহমান : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ( ট্রাব )’র ইউরোপ শাখার অভিষেক অনুষ্ঠান। ১৮ মার্চ শনিবার সন্ধ্যায় পোল্যান্ডের রাজধানী ওয়ার্সো’র অভিজাত হোটেল গ্রোম্যানে ট্রাব ইউরোপ শাখার সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুরদুর রহমান তুহিনের পরিচালনায় চলে এ অনুষ্ঠান।

এসময় ট্রাবের সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথির বক্তব্যে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেন, সব ভেদাভেদ ভুলে প্রবাসে বাংলাদেশীদের এক ছাতার নিচে আসতে হবে। শুধু সংগঠন তৈরি করলেই চলবে না। নিজেরা একতাবদ্ধ না থেকে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত থাকলে তা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না। বরং প্রবাসে খারাপ নজির সৃষ্টি করবে।

বিশেষ অতিথির বক্তব্যে জিটিভি’র বার্তা বিভাগের প্রধান ট্রাবের ঊপদেষ্টা ইকবাল করিম নিশান বলেন, বিজয়ের মাসে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ট্রাবের অভিষেক অনুষ্ঠান সত্যিই আনন্দের। তবে প্রবাসে নিজেদের ভালো অবস্থান তৈরির পাশাপাশি সাংবাদিকতা জটিল হলেও সতর্কতার সাথে কাজ করার আহবান জানান তিনি। যাতে সাংবাদিকদের দিকে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে।

অভিষেকে ট্রাব সেন্ট্রাল সভাপতি সালাম মাহমুদকে ধন্যবাদ জনানো হয় – ইউরোপ কমিটি অনুমোদনের জন্যে ।এসময় ট্রাবের সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী ইউরো বাংলা বিজনেস এ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, ইপিবি’ সভাপতি ফারুক খান ও ট্রাবের সাধারণ সম্পাদক কমরেড খন্দকার সহ সভাপতি ওমর ফারুক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাব নেতা জাকির হোসেন, মিজানুর রহমান, ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী হেলান আহমেদ, আল আমিন চৌধুরী, পোল্যান্ডের বিশিষ্ট কমিটি ব্যক্তিত্ব ডাক্তার মুছাব্বির মুছা, ডাক্তার খলিল কাইয়ুম, ডাক্তার সাজেদু হক সাজু, সাইফুদ্দিন, শাহারিয়ার শাকু, টিপু মজুমদার, শরিফ হোসাইন, ইমরান হাসান রনি, মোহাম্মদ হোসেন ও আফজাল হোসেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/azi8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন