কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যুবক মোস্তফা (৩২) মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ সময় বিকাল ৩টায় মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তফার বড় ভাই শহীদ। পাকুন্দিয়া উপজেলার কাহেৎদান্দুল গ্রামে তাদের বাড়ি।
শহীদ জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মালয়েশিয়া থেকে ফোনে মোস্তফার মৃত্যুর খবরটি দেন তার এক সহকর্মী। কয়েকদিন আগে খাবার খেয়ে পেটের অসুখে পড়েন মোস্তফা। এ অবস্থায় তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।
তিনি জানান, তারা ৫ ভাই ও ১ বোনের মধ্যে মোস্তফা দ্বিতীয়। তাদের মা-বাবা অনেক আগেই মারা গেছেন। চার বছর চার মাস আগে মোস্তফা মালয়েশিয়ায় যান। তিনি মালয়েশিয়ার জহুরবার জেলার একটি মোজা তৈরির কারখানায় চাকরি করতেন। মোস্তফা অবিবাহিত ছিলেন।
মোস্তফার লাশ দ্রুত ফিরিয়ে আনাতে সেখানকার দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তিনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/a2kw
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন