সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে লটারিতে আড়াই কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশি একজন প্রবাসী। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৮৩ কোটি টাকারও বেশি।আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পুরস্কারবিজয়ী ওই বাংলাদেশির নাম নাসের মোহাম্মদ বেলাল। তবে পুরস্কার পাওয়ার পর তিনি এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন টিকিটটি কিনেছিলেন বেলাল। বিগ টিকেট আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
বেলাল ছাড়াও মোহাম্মদ চৌধুরী নামে আরেক বাংলাদেশিও এই ড্রতে দেড় লাখ দিরহাম পুরস্কার জিতেছেন, বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি টাকারও বেশি।