English

26.4 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫
- Advertisement -

উদয়ন সাংস্কৃতিক সংগঠন ফ্রান্সের কমিটি ঘোষনা

- Advertisements -

সালাম মাহমুদ: ফ্রান্সব্যাপী বাংলাদেশী সংস্কৃতি প্রচার ও প্রসারের লক্ষ্যে সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গঠিত হলো উদয়ন সাংস্কৃতিক সংগঠন ফ্রান্স । মংগলবার বিকালে প্যারিসের গার্দ নর্দে শাহ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় কমিটি ঘোষনা দেন মিডিয়া ব্যাক্তিত্ব, শাহ গ্রুপের চেয়ারম্যান ও উদয়ন সাংস্কৃতিক সংগঠন ফ্রান্সের প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন (শাহআলম)। এসময় আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি ও নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অজয় দাস,ফ্রান্স ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও সংগঠনের উপদেষ্টা ফাতেমা খাতুন, সহ সভাপতি আখি দেবনাথ, সহ সভাপতি মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার,সহ সাধারণ সম্পাদক অনিন্দিতা বড়ুয়া আঁখি , সাংস্কৃতিক সম্পাদিকা শর্মী মুৎসুদ্দি , আন্তর্জাতিক সম্পাদক চয়ন বড়ুয়া, ক্রীড়া সম্পাদক শাফি হক।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের জনপ্রিয় সংগীতশিল্পী সুমা দাস।

আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালবাসতে হবে। সম্প্রীতির মাধ্যমে সকলের সাথে একত্রিত হয়ে আমরা যদি নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাই তাহলে আমাদের সংস্কৃতিকে কিন্তু তুলে ধরতে পারবো না। ফ্রান্সে বেড়ে উঠা আগামী প্রজন্মের কাছে আমরা যেন আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে পারি আমাদের সেই চেষ্টাই করা উচিৎ । বলেছেন মিডিয়া ব্যাক্তিত্ব সাত্তার আলী সুমন।প্রধান অতিথি,র বক্তব্যে তিনি বলেন, সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সঠিক সাহিত্য এবং সংস্কৃতি তুলে ধরাই হউক এ সংগঠনের মুল লক্ষ্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/75io
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন