English

28 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
- Advertisement -

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

- Advertisements -

বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ও গৌরবময় দিন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ নভেম্বর ২০২৫, রোববার, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের Ria Auditorium-এ এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী (শিপলু), এবং সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম. ওয়াহিদ রহমান।

আলোচনা সভায় ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি জনাব বদরুল আলম চৌধুরী (শিপলু) বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মোড় পরিবর্তনের দিন, যেদিন সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন বাজি রেখে বিপ্লবে অংশ নেয়। শহীদ জিয়া জাতিকে রাজনৈতিক শৃঙ্খলা ও জাতীয় ঐক্যের যে দিকনির্দেশনা দিয়েছিলেন, তা আজও প্রেরণার উৎস হয়ে আছে।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে প্রবাস বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে প্রবাস বিএনপির সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরো বক্তব্য রাখেন নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, ড. জয়নাল আবেদীন,আবদুল হান্নান, ডব্লিউ আমিন, মাহাবুবুর রহমান শাহিন, সাইফুল আনসারি চপল, আফজাল শিকদার, শওকত হোসেন আঞ্জিন, খন্দকার হাসনাত, ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল, , বদরুল আলম মাসুদ, লোকমান হোসেন, কামাল হোসেন তরুণ, আলমগীর হোসেন, বাবর মহিউদ্দিন, জন মোহন, ওমর ফারুক টিটু, সারজিল বিন ইউসুফ .আব্দুর হাকিম প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4qf0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন