মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) জর্জিয়ার ডোরাভিল এলাকায় অবস্থিত জমজম রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় প্রবাসী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সুক্কুর মিণ্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জর্জিয়া বিএনপির উপদেষ্টা ডিউক খান। সভায় সভাপতিত্ব করেন জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান সাহেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মামুন শরীফ (আমজাদ)।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, বিজয় দিবসের চেতনা ধারণ করে গণতান্ত্রিক অধিকার ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
